"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।
কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না হয়—তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়।"
তুমি যত বড় স্বপ্নই দেখো, যতদূরই এগিয়ে যাও—যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে।
সঠিক জীবনসঙ্গী মানে শুধুই প্রেম নয়—তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃশর্ত ভরসা, এবং এক আশ্রয়ের নাম।
ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ এলে জীবনটাই বদলে যায়।

0 Comments