ডাঃ শ্রীমতি নিতাই সেবিনী মাতাজি ,অবৈধ সঙ্গ বলতে যা যা উল্লেখ করছেন।
১) নিজ স্ত্রী বা স্বামী ব্যাতিত অন্য কারো সাথে একান্তে একটা জায়গায় গিয়ে কথা বলা।
২) কাউকে অন্য চোখে দেখা।
৩) একে অপরকে স্পর্শ করা।
৪) বাজে বই দেখা,বাজে নাটক,বাজে ভিডিও দেখা।
৫) সেবা,বা কৃষ্ণ কথা ছাড়া একজন অবিবাহিত মেয়ে ও ছেলে একে অপরের সাথে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা ।
৬) একে অপর কে মনে মনে ভোগ করার চিন্তা
৭) সবশেষে ভোগ করা
এই সবগুলাই অবৈধ সঙ্গ এর মধ্যে।
শাস্রে বলা আছে অবৈধ সঙ্গ করলে যা যা সমস্যা হতে পারে-
১) শৌচ থাকা যাবে না।
২ মন টা নষ্ট হয়ে যাবে।
৩) শরীর টা ভ্রষ্ট হয়ে যাবে।
৪) কোনো কিছুতে ধ্যান করা যাবে না।
৫) শাস্র বা বই পড়লে বুঝা যাবে না।
৬) কোনো কিছু এত সহজে মুখস্ত করা যাবে না।
৭) মুখস্ত করলে ভুলে যাবে।
৮) দৃঢ়ভাবে কিছু করা যাবে না,যেমন (এক জায়গায় বসে ১৬ মালা জপ করা যাবে না।
মাতাজি সদাচার ক্লাসে বলেছেন ভক্তদের যেভাবে চলা উচিত।
১) সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।
২) সব সময় কৃষ্ণ কথা কৃষ্ণ চিন্তা করতে হবে।
৩) মঙ্গল আরতি মিস না করা।
৪) পরিষ্কার পোষাক বা ধৌত করা পোষাক সব পড়া।
৫) সব সময় ভক্ত সঙ্গ করা।
৬) প্রতিদিন গীতা ভাগবতম ,শাস্র অধ্যায়ন করা।
৭ কৃষ্ণ কথা শ্রবন করা, এবং হরিনাম কীর্তন করা।
৮ গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে।
৯ এক জায়গায় বসে ১৬ মালা জপ করতে হবে।
১০ মন্দির ছাড়া অন্য কোথায় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে না যাওয়া।

0 Comments